টাঙ্গাইলে দরিদ্র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:১৮ পিএম
টাঙ্গাইলে দরিদ্র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল জেলা অটোরিক্সা,অটো টেম্পো, সিএনজি কেন্দ্রীয় গোর-’ান বেবিস্ট্যান্ড শাখার শ্রমিকদের মাঝে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল শীত বস্ত্র বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রায় ৩০০শত দরিদ্র অটোরিক্সা, অটোটেম্পো, সিএনজি’র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্না, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম, বেবিষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন, বেবিষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ। ফরহাদ ইকবাল বলেন, মাঘ মাসের হাড়কাঁপা শীতে দরিদ্র থেকে মধ্যবিত্তরা চরম কষ্টে আছে। এই কষ্ট থেকে বাঁচার জন্য তাদের পাশে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে শীতবস্ত্র বিতরন করতেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে