টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রাস্তা অবরোধ

এফএনএস ( টাঙ্গাইল ) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৭ পিএম
টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রাস্তা অবরোধ

টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা রাস্তা অবরোধ করে রেখে আন্দোলন করছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা দেড়টা থেকে শুরু করে এখন অবধি তাদের আন্দোলন চলছে। আহতরা জানায়,বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার কথা ছিলো। সেই অনুযায়ী আসলে তাদের হাতে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এসময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। এরপর তারা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এখনো তাদের আন্দোলন চলছে। তবে জেলা ছাত্র প্রতিনিধি আলামিন এসে তাদের রাস্তা থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে