ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০৯ পিএম
ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

খুলনার ডুমুরিয়ার ভ্রাম্যমান আদালতের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক মৎস্য বাবসায়ীকে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা ঘোনা এলাকার মৎস্য ব্যবসায়ী রবীন বৈদ্যো (৫৫) দীর্ঘ দিন ধরে নিজ বাস ভবনে বসে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বাজারজাত করে আসছিল। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে তাকে অপদ্রব্য পুষকৃত ৩০ কেজি গলদা চিংড়িসহ তাকে আটক করা হয়।

পরে আদালত তাকে ৩ মাসের কারাদন্ডাদেশ এবং পুষকৃত মাছগুলো উপজেলা চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আদালত পরিচালনায় সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ রিগান, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কে,এম মহসিন আলম,উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা,অফিস সহকারি মোঃ শামিমুর রহমানসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে