ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৯ পিএম
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ এনে এক শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত রুল জারি করে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল, যা তাদের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে সুষ্ঠু ফলাফল প্রকাশ নিশ্চিত করতে পরীক্ষাটি পুনরায় আয়োজনের দাবিতে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কাছে লিখিত আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু সেই আবেদন উপেক্ষিত হলে ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

রিট আবেদনে প্রশ্নপত্রের ভুলের কারণে পরীক্ষাটি বাতিল করা এবং নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়। একইসঙ্গে ওই পরীক্ষার্থীর আবেদন নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি।

শুনানি শেষে হাইকোর্ট ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যাখ্যা দিতে বলেন। আদালত আরও জানান, রিটের নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

হাইকোর্টের এই আদেশের ফলে ‘গ’ ইউনিটের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত হয়ে গেল। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে