তামিম ইকবালের সাথে ডেভিড মালানের বাক্য বিনিময়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস ম্যাচ চলাকালে। পরবর্তীতে বিষয়টি নিয়ে মুখ খোলেন তামিম ইকবাল। তামিম নিজের ফেসবুক পেইজের পোস্টে ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন মালান তামিমকে কিছু বলেননি, বলেছিলেন প্রতিপক্ষ দলের এক ফিল্ডারকে। যা ভুল বোঝাবোঝির কারণে ভুলভাবে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এবার একই ব্যাপারে নিজের ব্যাখ্যা দিলেন বরিশালের ওপেনার ডেভিড মালান। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রান আউট হওয়া এবং তামিমের সাথে কথার প্রসঙ্গে মালান বলেন, ‘আসলে আমি হতাশ ছিলাম আউটের পর। এরপর প্রতিপক্ষের একজন প্লেয়ার আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সোশ্যাল মিডিয়াতে সবাই ভাবছে আমি তামিমকে কিছু বলেছি। এটা খুবই মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন কী ঘটেছে, সবাই দেখেছে, সবাই জানে।’ প্রতিপক্ষে দলের ফিল্ডার উসমান খান ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মালান বলেছেন, ‘আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। মাঠের ব্যাপার মাঠেই থাকুক না। কে ছিল তা নিয়ে জেনে লাভ নেই। আমার এবং তার মধ্যেই থাকুক। ম্যাচ শেষে সব কিছু শেষ হওয়া দরকার, হাত মেলানো চলে আসা, মুভ অন করা।’ গণমাধ্যমে যা এসেছে সে ব্যাপারে মালান বলেন, ‘একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে অন্য প্লেয়ারের সাথে কথা বলেছিলাম। আমার সাথে তামিমের কোনো সমস্যা নেই। কোনো ইস্যু কখনও ছিল না। রাগ করে কোনো শব্দও বলিনি।’ মালান আরও বলেছেন, ‘আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায় হয়ত। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা বেশি হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় তাকে বিপদে ফেলে দিতে চায়।’ তামিম বলেই বারবার মিডিয়াতে ভুল ব্যাখ্যা আসে কিনা এমন প্রশ্নের জবাবে মালান বলেন, ‘হয়তো। সে অনেক বড় তারকা বাংলাদেশের ক্রিকেটে। দেশের হিরো। তামিমের ব্যাপারে কিছু হলেই হেডলাইন হয়। মিডিয়া তো এটাই চায়। ক্লিক, হেডলাইন এবং লোকে যেন নিউজ পড়ে সেটা চায়। আমার মনে হয় (তামিমের নামটা) অনেক ক্লিকবেইট। লোকে কিছু না পেলেও গল্প বানাতে চায়। কিন্তু এটা একদমই অসত্য ছিল। একটা শব্দও বলিনি আমি।’ এছাড়া আলোচনায় এসেছে তামিমের জাতীয় দল প্রসঙ্গও। আন্তর্জাতিক ক্রিকেটকে সম্প্রতি বিদায় জানিয়ে দিয়েছেন তামিম। খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তামিমের অবসরের ব্যাপারে প্রশ্নের জবাব দিতে গিয়ে মালান জানান, ‘আসলে আমার মনে হয় এটা সিলি প্রশ্ন, কারণ সে ইতোমধ্যে অবসর নিয়ে নিয়েছে। অবসরের আগে কথা হয়েছে আমার সাথে, আমি তাকে বলেছিলাম যে সে এখনও ভালো অবস্থায় রয়েছে, যখন তুমি ৫০ বছর বয়সে বসে ক্রিকেট খেলা দেখবে সে ভাববে আরও ২-১টা ম্যাচ যদি খেলতে পারতাম। তবে তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। তার ক্যারিয়ার, সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। ফলে এটাকে সম্মান জানানো উচিত। তার অধিকার রয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার। তার সিদ্ধান্তকেই সবার সম্মান জানানো উচিত। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাক, পরিবারের সাথে সময় কাটাক।’ ৫ জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে ফরচুন বরিশাল।