তারেক রহমানের খালাসে বিএনপির আনন্দ মিছিল

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৬:২০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
তারেক রহমানের খালাসে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস হওয়ায়¡ মুক্তাগাছায় আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পরে পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়।  মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান,  হাফিজুর রহমান মঞ্জু, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, আরিফ রব্বানী টুটুল, আমিনুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম, জেলা যুব দলের সহ-সভাপতি নেতা কাজী রিপন, যুবনেতা নূরে হাসানুজ্জামান সোহাগ, সিরাজুল হক, ছাত্রনেতা আরিফুল হক, আসাদ ফরাজি, আসাদ প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW