মঙ্গলবার সকালে ভালুকায় তোফাজ্জল হত্যার বিচার দাবিতে সকালে ভালুকা প্রেসক্লাবে সংবাদ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক শেখ মুশফিক আহাম্মেদ অপূর্ব।
রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন গত ৪ আগষ্ট ভালুকা মাস্টারবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে গেলে আ,লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপি হত্যা করে। খুনি হাসিনার গুন্ডারা দেশী-বিদেশী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। তারা তোফাজ্জলকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন মিয়া আহত তোফাজ্জলকে হাসপাতালে স্থানান্তরের করার সময় শ্রীপুর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্ত একটি বিশেষ চক্র ওই ঘটনাটি ধামাপাচা দেয়ার জন্যে কাজ করছে। যার ফলে ওই ঘটনায় আজো কোন মামলা হয়েনি। তিনি ওই ঘটনায় মামলা নিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ সোহান, ইয়াদুর রহমান, দেলোয়ার হেগাসেন সরকার, জোনায়েত হোসেন, শিহাব উদ্দিন।