ভোলার দৌলতখানে জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিদ্যালয়ের সভাপতি খালেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা - ২ আসনের সাবেক এমপি ও বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও দৈনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন , উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক আব্দুল খালেক, হালিমা খাতুন মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দৌলতখান উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই মিঝি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশাজীবি ও বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। প্রধান অতিথি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।