নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় নির্মানকাজ বন্ধ করে বিএসএফ। বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে, ইস্ক্যাভেটর (ভেকু) মেশিন সরিয়ে নিয়েছে ভারত। পরিস্থিতি স্বাভাবিত রাখতে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের টহল জোরদার করেছে। এসব কারণে স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে উৎকন্ঠা ও আতংক। স্থানীয় ইউপি সদস্য ওসমান সরকার জানান, বস্তাবর সীমান্তে উভয় দেশের বাহিনীর টহল খুব বেশি বেশি দেখা যাচ্ছে, পতাকা বৈঠকের কথা থাকলেও অজ্ঞাত কারণে এখনও কোন বৈঠকের সম্ভাবনা দেখা যাচ্ছে না, আমরা সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে বসবাস করতে চাই জন্য সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’ ১৪ বিজিবি পত্নীতলার অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় বিএসএফ সদস্য আন্তর্জাতিক আইন অমান্য করে বেড়া নির্মান করতে এসেছিল আমরা বাধা দিয়েছি, পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে, বিজিবির পক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। ’