নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে সভা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০১:২৯ পিএম
নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে সভা ও পুরষ্কার বিতরণ

শেরপুরের নকলায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্বেরাত, হামদ, নাতে রসূল ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মিলনায়তনে দুইটি ধাপে এই অনুষ্ঠান পরিচালিত হয়। প্রথম ধাপে সহকারী শিক্ষক নুসরাত জাহান নীপার সঞ্চলনায় ৩টি গ্রুপে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে বিজয়ী মনোনিত করা হয়। এরপরে দ্বিতীয় ধাপে মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং চন্দ্রকোনা কলেজের প্রভাষক মাহবুব হোসাইন রূপম ও সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এমএমসি’র সাবেক সভাপতি প্রফেসর তাসলিমা বেগম এবং সরাসরি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের ও পৌরসভার প্রশাসক দ্বীপ জন মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নকলার ছাত্রনেতা ইমাম হাসান সাব্বিরসহ অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালকগন। এসময় উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, ইবতেদায়ী শাখার অভিভাবক প্রতিনিধি মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী, ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW