নতুন অধিনায়ক ঘোষণা দিলো লক্ষ্নৌ সুপার জায়ান্টস

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৮ পিএম
নতুন অধিনায়ক ঘোষণা দিলো লক্ষ্নৌ সুপার জায়ান্টস

আইপিএলের আসন্ন মৌসুমের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। ২০২৫ আসরে দলটির নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ট। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে দলটি। আগে থেকেই অধিনায়ক হিসেবে বিবেচনায় ছিলেন রিশাভ পান্ট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি এই ক্রিকেটারকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্নৌ। গতকাল কলকাতায় আন্ষ্ঠুানিক সংবাদ সম্মেলন করেন লক্ষ্নৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, দলের কোচ জাহির খান রিশাভ পান্ট। সেখানে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় পান্টের নাম। অধিনায়কত্ব পেয়ে রিশাভ পান্ট জানান, তিনি দলকে সাফল্য এনে দিতে ২০০ শতাংশ দেবেন। এসময় পান্টকে অধিনায়ক হিসেবে স্বাধীনতা দেওয়ার কথা জানান কোচ জাহির খান। তিনি বলেন, ‘এখানে তুমি(পান্ট) সব স্বাধীনতা পাবে। ভয় না পেয়ে ক্রিকেট খেল।’ ২০২১, ২০২২ এবং ২০২৪ আইপিএলে দিল্লীর অধিনায়ক ছিলেন রিশাভ পান্ট। তবে এবারের আইপিএলের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লী ক্যাপিটালস। নিলামে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হন পান্ট। এর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের। গত আইপিএলে এই অজি তারকাকে ২৪.৭৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। লক্ষ্নৌ সুপার জায়ান্টস চতুর্থ অধিনায়ক হলেন রিশাভ পান্ট। এর আগে দলটির অধিনায়কত্ব করেছেন লোকেশ রাহুল, নিকোলাস পুরান এবং ক্রুনাল পান্ডিয়া। ২০২২ এবং ২০২৩ সালে প্লে অফে খেলছিল দলটি। ২০২৪ সালে প্লে অফে যেতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। টেবিলে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে লক্ষ্নৌ। লোকেশ রাহুলের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান মালিক। সেদিনই দলটির অধিনায়ক বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW