নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিলর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদর বাজারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আল-আমিন খানের সভাপতিত্বে ও মো. রিয়াজুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পূরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাচান খান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ তাওহিদুল ইসলাম, গনঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল-আমিন হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তারেক আব্দুল্লাহ বাপ্পী, বাজার কমিটির সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. খোকন খান, দপ্তর সম্পাদক মাহাতাফ হাওলাদার, সম্মানিত সদস্য মো. ইলিয়াস শেখ ও মো. ওমর খান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে