এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়াতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, ফাইনাল ২২ ডিসেম্বর। শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন সুমাইয়া আক্তার। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন আফিয়া আশিমা ইরা। এছাড়া মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়াদের রাখা হয়েছে স্কোয়াডে। জাতীয় দলে ডাক পাওয়া নিশিতা আক্তার নিশিও রয়েছেন অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে। মোট ৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে স্বাগতিক মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পার করে আসা নেপাল। দুইটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৬ দল। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। এছাড়া গ্রুপ ‘বি’ তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। দুই গ্রুপের দুই শীর্ষ দল মিলে চার দল যাবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল তার গ্রুপের দল বাদে বাকি দুই দলের সাথে ম্যাচ খেলবে। সুপার ফোর শেষে শীর্ষে থাকা দুই দল যাবে ফাইনালে। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর মালয়েশিয়ার ক্লাংয়ে চলবে খেলা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বায়ুয়েমাস ক্রিকেট ওভালে।
একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল :
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মাহারুন নেসা।