বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলোর জন্য একক ভোটবাক্স তৈরির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। তিনি দাবি করেছেন, দেশের বেশিরভাগ মানুষ ইসলামী শাসন দেখতে চায় এবং এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী শক্তিগুলো একতাবদ্ধ হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “বিগত দিনে যারা সরকারে ছিল, তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবার আমরা চাই, ইসলামী দলগুলোর ভোট এক জায়গায় আসুক, যাতে ইসলামের পক্ষের শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠে।” তিনি আরও জানান, নির্বাচনী জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে এবং এই উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে।
তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।”
সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। তারা বলেন, “ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।”
উল্লেখ্য, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন ইসলামী দলগুলোর কার্যক্রমের দিকে নিবদ্ধ।