জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো তাফসীর পেশ করবেন দক্ষিণের জেলা পটুয়াখালীতে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আগামী (২৫ জানুয়ারী, শনিবার) প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
মাহফিলে ১০ লাখ মানুষের আগমনকে টার্গেট করে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ছাড়াও আরো ৯টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে নারীদের জন্য রয়েছে ৩টি মাঠ।
জনপ্রিয় এই স্কলারের আগমন উপলক্ষে জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার । উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এদিকে বিপুল জনসমাগমকে কেন্দ্র করে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি কাজ করবেন র্যাব ও সেনাবাহিনী।
মাহফিল মাঠ গুলোতে স্থাপন করা হয়েছে ৫০ টি এলইডি মনিটর। লায়নার সাউন্ড সিস্টেম ও ৪০০ টি মাইক। নির্মান করা হয়েছে প্রায় দেড় হাজার অস্থায়ী টয়লেট ও মুসুল্লীদের ওজুর জন্য ১২শ’ পানির ট্যাপ। এছাড়া নিরাপত্তার স্বার্থে মাঠের চারপাশে শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বরিশাল বিভাগের মধ্যে মিজানুর রহমান আজহারীর এটিই প্রথম মাহফিল। তাই মাহফিলে পটুয়াখালী জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক ও লঞ্চযোগে লাখ লাখ মানুষ আগমনের সম্ভাবনা রয়েছে।
সকলের সহযোগীতায় বিশাল এই তাফসীর মাহফিল সফল ও সার্থক হবে এমনটাই প্রত্যাশা আয়োজকরা।