পাকিস্তান বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না ফাস্ট বোলার এনরিখ নর্কিয়ার। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন এই দক্ষিণ আফ্রিকান বোলার। এর আগে কেবল প্রথম ম্যাচ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিছু দিন আগেই আবুধাবি টি-টেন লিগে খেলেছেন নর্কিয়া। তারপর আবার চোটে পড়েছেন তিনি। ফলে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। দ্বিতীয় ম্যাচেই আগেই তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে দেখা গেছে নর্কিয়ার পায়ের আঙুল ভেঙে গেছে। ফলে চলমান সিরিজে আর খেলতে পারছেন না তিনি। হয়ত ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়বেন এই বোলার। কারণ দ্রুতই তার ফেরার সুখবর দিতে পারেননি মেডিকেল টিম। বরং নর্কিয়া এখন ভালো অর্থোপেডিক্সের শরণাপন্ন হবেন বলে জানা গেছে। নর্কিয়ার বদলি খেলোয়াড়ও খুঁজে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলে ডাকা হয়েছে অনিভিষিক্ত ডাইয়ান গ্যালিয়েমকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ফাস্ট বোলার চোটে ভুগছেন। ফলে নতুন ক্রিকেটারদের ডাকতে হচ্ছে দলটিকে। নর্কিয়া ছাড়াও চোটে পড়েছেন লুঙ্গি এনগিডি, ভিয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোয়েটিজি। লুঙ্গি ভুগছেন হিপ ইঞ্জুরিতে। মুল্ডারের ভেঙে গেছে হাতের আঙুল। কোয়েটজির গ্রোইন ইঞ্জুরি এবং বার্গারের লোয়ার ব্যাক স্ট্রেস ফ্রাকচার হয়েছে।