রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন পরিষদে “ইসলামিক রিলিফ কানাডা”র অর্থায়নে এবং “ইসলামিক রিলিফ বাংলাদেশ’’ কর্তৃক বাস্তবায়িত ”গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প - (সীড)” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বৃহস্পতিবার অন্নদানগর ইউনিয়ন পরিষদ প্রশাসক কৃষিবিদ মোহাম্মদ আখতার ফারুক মিয়া’র সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। প্রকল্প অভিহিতকরণ সভাটি উপস্থাপনা করেন সীড প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহজাদা মুহাম্মদ শরিফ। সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আহসান আরিফ। উক্ত সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সীড প্রকল্পের অন্যান্য সকল কর্মকর্তা,ইউপি সদস্য, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্প অবহিতকরণ সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশর ভিশন, মিশন এবং মুল্যবোধ ও প্রকল্পের উদ্দেশ্য, মূল কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এসময় তারা তাদের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করেন। এছাড়াও উপস্থিত ব্যক্তিবর্গের কাছে প্রশ্ন, মন্তব্য শুনে তার উপযুক্ত সদউত্তর প্রদান করেন। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ প্রকল্পের সকল কার্যক্রম এবং লক্ষ্য উদ্দেশ্য শুনে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, ইসলামিক রিলিফ বাংলাদেশ উক্ত প্রকল্প কাউনিয়া ও পীরগাছা উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ২০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে ৩ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করবে ।