পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৪:২৯ পিএম
পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সারাইগাছী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এএম জিল্লুর রহমান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামানকে সভাপতি ও আজিমুদ্দীনকে সাধারন সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে