বিপিএলের চলতি আসরে শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। তিন ভেন্যুেত লড়াই শেষে আবার ঢাকায় ফিরছে বিপিএল। সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে-অফে বাকি তিনটি জায়গার জন্য জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে বাকি দলগুলো। টানা ৮ ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন বরিশাল। তারকাবহুল দলটি রংপুর রাইডার্সের কাছে দুই ম্যাচ জিততে জিততে পরাজয় বরণ করেছে। তবে বাকি ৬ ম্যাচে জিতে ১২ পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের দল। প্লে-অফের লড়াইয়ে বেশ ভালোভাবেই আছে চিটাগং কিংস। দীর্ঘদিন পর বিপিএলে ফেরা দলটি তাদের খেলা ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দলটি। সবশেষ ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে খুলনা টাইগার্স। টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরুর পর হোঁচট খাওয়া দলটি ৯ ম্যাচের ৪টিতে জিতেছে। এবারের আসরের অন্যতম বিতর্কিত দল রাজশাহী ১০ ম্যাচের ৪টিতে জিতেছে। পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে তাসকিন আহমেদের দল। প্লে-অফে আশা অনেকটাই শেষ হয়ে গেছে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের। ১০ ম্যাচের তিনটিতে জেতা দলটির প্লে-অফে খেলা নির্ভর করছে বিভিন্ন সমীকরণের উপর। সবার নিচে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচের মাত্র দুইটিতে জিতেছে আরিফুল হকের দল। প্লে-অফের আগে এবারের আসরে বাকি রয়েছে ১০টি ম্যাচ। আগামীকাল রোববার থেকে মিরপুরে মাঠে গড়াবে ম্যাচগুলো। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।