ফাহামিদুল ইস্যুতে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৮:২৪ এএম
ফাহামিদুল ইস্যুতে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। এই ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে আজ বুধবার আলোচনায় ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার রাতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পেও ছিলেন এই তরুণ ফুটবলার। তবে তাকে সৌদি থেকেই বাদ দিয়েছেন কোচ। ২৮ ফুটবলার নিয়ে ক্যাবরেরা ঢাকায় ফিরেছেন গতকাল মঙ্গলবার সকালে। আর সৌদি আরব থেকেই ইতালির ফ্লাইট ধরেছেন ফাহমিদুল। ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩০ ফুটবলার। হামজা চৌধুরীর গত মঙ্গলবার রাতে টিম হোটেলে রিপোর্ট করেছেন। এর মধ্যেই আলোচনায় আসে ফাহমিদুলের বাদ পড়ার ঘটনা। ক্যাবরেরাকে ২৩ জনের স্কোয়াড তৈরি করতে বাদ দিতে হবে ৭ জন। সবার আগে বাদ পড়লেন ফাহমিদুল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ওলবিয়া কালসিও’র ফুটবলার বাদ পড়ায় ফুঁসে উঠেছে ফুটবলপ্রেমীদের একটা অংশ। গতকাল মঙ্গলবার ইফতারের আগে তারা জড়ো হয়েছিল মতিঝিলের বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে। তাদের দাবি, বাংলাদেশের ফুটবল একটি সিন্ডিকেটের হাতে বন্দী। এই সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার জন্য সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে কোচ ক্যাবরেরা ও তার সহকারীদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। এমনকি, কয়েকদিন ধরে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে যেসব সাবেক ফুটবলার সমালোচনা করেছেন তাদের বিপক্ষেও স্লোগান দিয়েছেন তারা। মাগরিবের আজান হলে বিক্ষোভকারীরা সেখানে বসেই ইফতার করেন। ইফতারের পর এই সমর্থকরা মতিঝিলের প্রধান সড়কে গিয়েও নানা ধরনের স্লোগান দিতে থাকে। একটি সিন্ডিকেট দেশের ফুটবলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ সমর্থকদের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে