ফুলবাড়ীতে উগ্র হিন্দুত্ত্ববাদী স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৬:০১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ফুলবাড়ীতে উগ্র হিন্দুত্ত্ববাদী স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উগ্র হিন্দুত্ত্ববাদী স্লোগান জয় শ্রীরাম, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানের প্রতিবাদ ও ভারতের শত বছরের প্রচীণ বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তৌহিদী মুসলীম জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে শতশত মুসলীম জনতা সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচীটি পালন করে। কর্মসূচীতে ছিল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। 

এতে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা, এইচ এম আব্দুর রহমান, হাফেজ আলহাজ¦ ইব্রাহীম খলিল, মাওলানা আতিকুর রহমানসহ বিভিন্ন ইসলামী সংগঠনের অন্যান্য নেতৃবর্গ। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক ক্কারী মো ঃ আফজাল হোসেন বাবুল।

উল্লেখ্য. ইস্কন ও সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হওয়ায় সারা দেশের সাথে ফুলবাড়ীতেও স্থানীয় ইস্কন ও সনাতনী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। তারা উগ্র হিন্দুত্ত্ববাদী স্লোগান জয় শ্রীরাম, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিলে স্থানীয় তৌহিদী মুসলীম জনতা এর নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে