বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:১৩ পিএম : | আপডেট: ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:১৪ পিএম
বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

হত্যার উদ্দেশ্যে নগরীর গোরস্থান রোড এলাকায় এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করাসহ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে হামলায় গুরুত্বর আহত নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিবের (৪৭) বোন শাহীনা আজমিন জানিয়েছেন, রাজিবের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তির সাথে তার ভাইয়ের পূর্ব বিরোধ ছিল। এর জেরধরেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে ওই ব্যক্তি তার অপর এক সহযোগিকে নিয়ে হত্যার উদ্দেশ্যে রাজিবকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় রাজিবের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও রাজিবের হাতে, পায়ে ও বুকে প্রায় ১২টি মারাত্মক আঘাত রয়েছে। শাহীনা আজমিন বলেন, জ্ঞান থাকা অবস্থায় রাজিব বলেছে অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং তার অপর এক সহযোগি পূর্ব শত্রুতার জেরধরে তাকে কুপিয়ে জখম করেছে। আহত রাজিব সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, হামলার সময় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে হামলার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুত্বর আহত শাহরিয়ার সাচিব রাজিব গোরস্থান রোডের কাছেমাবাদ খানকা এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে