বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০২:৫৮ পিএম
বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর এলাকার চার ইউনিয়নে মানুষের জান জান-মাল ও কালিশুরী বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার নিশ্চিত করতে ‘কালিশুরী বন্দর পুলিশ ফাঁড়ি’ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বন্দরের ব্যবসায়ীরা। সোমবার বেলা  ১১টার দিকে কালিশুরী বন্দরে কয়েক হাজার ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কালিশুরী পুলিশ ফাঁড়ি পুনর্বহালের দাবি তুলে ব্যবসায়ী নেতারা বলেন, ৩০ বছর ধরে কালিশুরীতে পুলিশ ক্যাম্প ছিল। পতিত শেখ হাসিনার সরকার প্রায় ৮ মাস আগে ক্যাম্প উঠিয়ে নিয়ে যায়। এতে কালিশুরী এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। গত শনিবার বন্দরের এক টেলিকম ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে  প্রায় ১০ লাখ টাকার ও নগদ  ২লাখ ৭১  হাজার টাকা লুট করে নিয়ে যায়।  এছাড়াও উত্তর বাউফলের কালিশুরী, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে