বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ায় বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী বাজিতপুর বাজারে আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেলাল খান, প্রয়ত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান মঞ্জুর তনয় উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া পৌর বিএনপির সদস্য সচিব জসিম মাহমুদ জসিম সহ নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ সরকার দ্বারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন। সাড়ে ১৫ বছর পর সত্যের বিজয় হয়েছে। তারেক জিয়া অচিরেই বীরের ভেসে দেশে ফিরবেন।