"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে ধারণ করে "শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা" শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়-এর আয়োজনে,উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন -এর সঞ্চালনায়, বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্নামত এর সভাপতিত্বে, প্রধান অতিথির আসনে বক্তব্যে রাখেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' অনুষ্ঠানে জুলাই বিল্পবে ছাত্র জনতার পাশাপাশি যুবদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, স্বনির্ভর আগামীর বাংলাদেশ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদের ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, খানপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম সামছুল আলম, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাবুগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন প্রমূখ।