বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানি বন্টনের সমাধান করা হবে: আমির খসরু

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২০ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানি বন্টনের সমাধান করা হবে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু  মাহমুদ চৌধুরী  বলেছেন, তিস্তায় পানি না থাকায় প্রতিবছর ১৫লক্ষ মেট্রিক টন চাল কম হচ্ছে ভেঙ্গে পড়ছে জীব বৈচিত্র। জীবন বাচাতে প্রতি বছর তিস্তা পাড়ের মানুষ বি়ভিন্ন স্থানে  চলে যেতে বাধ্য হচ্ছে।  তিস্তায় পানি আনতে বিএনপির অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। 

তিনি আজ মঙ্গলবার  (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী সরকার রোহিঙ্গা সমস্যা,পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও তিস্তার পানি বন্টনের মতো সমস্যার সমাধান করতে পারে নি। বিএনপি ক্ষমতায় গেলে এসবের সমাধান করা হবে। 

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, তিস্তা আমাদের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নদীগুলোর সব পক্ষগুলো বসে একটা সুষ্ঠু সমাধান করতে হবে। আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বানে তিস্তা পাড়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। মানুষ পশু পাখি জীববৈচিত্র তিস্তার পানির সাথে সম্পর্কিত। তিস্তা পানি সমস্যার সমাধান আমাদেরকে করতেই হবে। 

তিস্তার পানি প্রবাহ আনতেই হবে। আমাদের জীব বৈচিত্র বাঁচাতে হবে, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।  বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারণে তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এর মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক মহলে  বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, হায়দার আলী,  প্রমুখ বক্তব্য  রাখেন। এসময় তিস্তা পাড়ের শত শত মানুষসহ বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচীতে তিস্তা পাড়ের বাসিন্দারা অংশগ্রহন করেন। 

পরে ভার্চুয়াল মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন প্রতিবেশী হয়েও ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে। আমাদের ন্যায্য হিস্যা তিস্তার পানি দিচ্ছে না। এটা কারুর করুণা নয় আমাদের অধিকার। এবার তিস্তা সমস্যার সমাধান করতে হবে।

তিস্তা অববাহিকার কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১১ টি পয়েন্টে একযোগে এ কর্মসূচী পালিত হচ্ছে। এরমধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলা থেতরাই এলাকায় এ কর্মসূচী পালিত হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে