বিনামূল্যে দেখা যাবে জেমসের কনসার্ট

এফএনএস অনলাইন ডেস্ক: : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫০ এএম : | আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৭ পিএম
বিনামূল্যে দেখা যাবে জেমসের কনসার্ট

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক কনসার্টে গান গাইবেন দেশের জনপ্রিয় ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস। জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় দিবসের এই কনসার্টে নগর বাউলের (জেমসের ব্যান্ডদল) সঙ্গে চুক্তি হয়েছে। নগর বাউল পারফর্ম করবে। ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে একটি সংগঠনের আয়োজনে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। জেমস ছাড়াও এই কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়া ব্যান্ড দল ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন, আয়োজক ‘সবার আগে বাংলাদেশ’ এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW