বিরল উপজেলা শাখার নতুন কমিটির পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বিরল উপজেলা শাখার নতুন কমিটির পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা  শাখার (২০২৫-২০২৬ সেশনের) নতুন কমিটির পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠিত হয়েছে নবনির্বাচিত আমীর- হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও  সেক্রেটারী- মোঃ আজমীর হোসাইন। বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) সকালে  মজলিশে শুরার শপথ ও প্রথম অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর ওলামা ও তা'লিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী  মাওলানা এ কে এম আফজালুল আনাম ও আইন-রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারী  এ্যাডঃ মাহবুবুর রহমান ভুট্টো। নবগঠিত কর্মপরিষদে বিরল উপজেলা জামায়াতের সেক্রেটারী পুনরায় মনোনীত  হয়েছেন মোঃ আজমীর হোসাইন।  কর্মপরিষদের অন্যান্য সদস্যগণ হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি- মোঃ নাজমুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারী- তাজমুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী-নুর মোহাম্মদ-ভি, অফিস ও সমাজ কল্যাণ সেক্রেটারী একরামুল হক, সাংস্কৃতি ও প্রচার বিভাগীয় সেক্রেটারী- মোঃ হায়দার আলী, যুব বিভাগীয় সেক্রেটারী- আব্দুর রাকিব এবং

ওলামা ও তা'লিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। 

মজলিশে শুরার প্রথম অধিবেশনে নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যগণের নাম ঘোষণা ও শপথ পাঠ করানো হয়।  পরে প্রধান অতিথির বক্তব্যে  বলেন, জামায়াতে ইসলামী একটি গণমূখী সংগঠন। এর নেতাকর্মীদের জনগনের জন্য সব সময় কাজ করে যেতে হবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে জামায়াত সর্বদা জনগনের পাশে থেকেছে। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ তৈরীতেও জামায়াত জনগনের পাশেই রয়েছে। আমরা একটি ফ্যাসিবাদ ও দূর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ চাই। এ জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে। এবং শেষে উপজেলা আমীর সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আল্লাহ আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দিন- আমিন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে