বিরল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৫ পিএম
বিরল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 বিরল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিরল থানা চত্বরে থানার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুলিশের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ লক্ষ্যে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম, মঙ্গলপুর ইউপি বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল ইসলাম মাদুল, ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, হাফেজ ম্াওলানা আরমান আলী, মোঃ হেলাল প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ ও  গ্রাম্য পুলিশসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে