দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বীরগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জিবরীল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক রায়, গেইন এর পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, কৃষি সমপ্রসারণ অফিসার মোঃ হায়দার আলী, পুষ্টি কন্সালটেন্ট সহযোগি সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুষ্টি কমিটির ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারি, ঈমাম, পুরোহিত, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।