বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শ্রমিক নেতা শাহীন সরদারকে আহ্বায়ক এবং শ্রমিক নেতা মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব করে রবিবার রাতে ১৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দিনাজপুর জেলা কমিটি। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান। অনুমোদিত কমিটিতে মোঃ রাজু ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহিরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ ইমরান, মোঃ জয়নাল আলী, মোঃ মিঠু, মোঃ ইয়াকুব, মোঃ টিটন, মোঃ ইয়াছিন, মোঃ জসিম উদ্দীন, মোঃ নুর হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ আরিফ ও মোঃ বেলালকে সদস্য করা হয়েছে।