বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টা করার ঘটনায় নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলার দুই আসামীকে সুজানগর থেকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইব্রাহীম আলী নামে জনৈক ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি অভিযোগ করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলো সুজানগরের শ্যামসুন্দরপুর গ্রামের হাসেন খানের ছেলে আনিস খান (৫৮) ও করিম শেখের ছেলে হেলাল শেখ (৫৩)। শুক্রবার দিবাগত রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ স্থানীয় আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে শ্যামসুন্দরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দাখিলকৃত ওই অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টা করার ঘটনায় গত বছরের ২৮আগস্ট ফতুল্লা মডেল থানায় দু’টি মামলা দায়ের হয়। যার হত্যা মামলা নং ৩০/৪৪৭ এবং হত্যার চেষ্টা মামলা নং ৩১/৪৪৮। এলাকায় আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত একাধিক মামলার আসামী আনিস খান ওই হত্যাসহ হত্যার চেষ্টা মামলার আসামী এবং হেলাল শুধু হত্যার চেষ্টা মামলার আসামী। ২৮আগস্ট মামলা দায়েরের পরপরই আসামী আনিস ও হেলাল ফতুল্লা এলাকা থেকে গা-ঢাকা দিয়ে এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল স্থানীয় আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের শ্যামসুন্দরপুর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে ওই অভিযোগমতে আসামী আনিস ও হেলালকে গ্রেফতার করা হলেও অজ্ঞাত কারণে তাদের আদালতে সোপর্দ না করে পরেরদিন থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নাই।