বড়দলে মা‌র্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ পিএম
বড়দলে মা‌র্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন কর্মশালা

আশাশুনি উপজেলার  বড়দলে সরকারী-বেসরকারি উদ্যো‌গের মাধ‌্যমে ইউনিয়ন ভি‌ত্তিক মা‌র্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গ‌্রীণ ক্লাইমেট ফান্ড (জি‌সিএফ) এবং ইউএন‌ডি‌পি এর অর্থায়‌নে বড়দল ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রজেক্ট অ‌ফিসার র‌বিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, ইউনিয়‌ন পরিষদে দা‌য়িত্ব প্রাপ্ত প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ। উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা নাজমুন শা‌কিব শাওন, মধুম‌তি ব‌্যাংক আশাশু‌নি শাখার কর্মকর্তা নয়ন ইসলাম, ম‌হিলা মেম্বার রে‌হেনা খাতুন, শ্রাবন্তী বৈরাগী, বাজার ব‌্যবস্থা ক‌মি‌টির সদস‌্য প্রসেন‌জিত সরকার, প্রক‌ল্পের ওয়ার্ড ফ‌্যা‌সি‌লি‌টেটর তা‌হেরা খাতুন, রেখা সানা প্রমুখ উপস্থিত ছিলেন। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে