ভারতের শাসক কখনো আমাদের বন্ধু মনে করেনি: গোলাম পরওয়ার

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:১৮ এএম : | আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম
ভারতের শাসক কখনো আমাদের বন্ধু মনে করেনি: গোলাম পরওয়ার

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেই বললেন, এ দেশের ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের। তারা বৃষ্টির সময় বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং মানুষের ভালো চায়নি।

তিনি আরও যোগ করে বলেন, আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। কিন্তু ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তাদের যেসব শাসক এসেছে তারা কখনো আমাদের বন্ধু মনে করেনি।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশকে মেধাহীন করে অঙ্গরাজ্য করতে চেয়েছিল সেই আওয়ামী লীগ সরকার। এখনো মেধাবীদের বঞ্চিত করে পদলেহনকারী বিভিন্ন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে মেধাবীদের পদায়ন করতে হবে ।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে