২০২২ সালে অভিষেকের পর থেকেই টি-২০ ক্রিকেটে ভারতের বোলিং আক্রমণের বড় অস্ত্র হয়ে উঠেছেন আর্শদীপ সিং। বিশেষ করে নতুন বলে দারুণ সুইং করানো আর উইকেট নেওয়ার ক্ষমতা তাকে করেছে আলাদা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জয়ের দিন জোড়া উইকেট শিকার করে মাত্র তিন বছরেই বনে গিয়েছেন আন্তর্জাতিক টি-২০ তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী। ৬১ ইনিংসে ৯৭ উইকেটের মালিক এখন আর্শদীপ। ছাড়িয়ে গিয়েছেন ৭৯ ইনিংসে ৯৬ উইকেট শিকার করা যুজবেন্দ্র চাহালকে। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার প্রথম পাঁচজনের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও তার। মাত্র ১৩.০৩ স্ট্রাইক রেট আর ১৭.৯০ বোলিং গড় আর্শদীপের। অর্থাৎ প্রায় প্রতি ১৩ বলে একটি করে উইকেট নেন আর্শদীপ এবং প্রতি উইকেটের জন্য গড়ে রান দেন ১৭.৯০ করে। ইডেনে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই আঘাত হানেন আর্শদীপ। তার খাটো লেংথের ডেলিভারিতে পরাস্ত হন ফিল সল্ট, ক্যাচ দেলন উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। এ উইকেট নিয়ে চাহালের পাশে নাম লেখান এ বামহাতি পেসার। তবে চাহালকে টপকে যেতে বেশি অপেক্ষা করেননি তিনি। নিজের পরের ওভারেই তুলে নেন বেন ডাকেটের উইকেট। ৪ ওভারে ১৭ রান দিয়ে জোড়া উইকেট শিকার করে স্পেল শেষ করেন আর্শদীপ। আর্শদীপের সামনে হাতছানি রয়েছে প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে একশত উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার। আর ৯ ইনিংসের মাঝে ৩ উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি-২০ তে ইনিংসের হিসাবে দ্রুততম একশত উইকেট শিকার করা পেসারও হবেন তিনি। বর্তমানে এ রেকর্ড ৭১ ইনিংসে ১০০ উইকেট শিকার করা পাকিস্তানের পেসার হারিস রউফের। সব মিলিয়ে সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একশত উইকেটের রেকর্ডের মালিক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৫৩তম ইনিংসেই শততম উইকেটের স্বাদ নিয়েছিলেন রশিদ।