সমীকরণ ছিল এমন, জিতলেই মিলবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। রায়ো ভায়োকানোর বিপক্ষে রবার্ট লেভানডোফস্কির পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে কাঙ্খিত জয়টা পেয়েছে বার্সেলোনা। তাতে গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট ও +৪০ গোল গড় নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট ও +২৯ গোল গড় নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৫০ পয়েন্ট ও +২৩ গোল গড় নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। হার মানা ভায়োকানো ২৪ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। এদিন ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি পায় বার্সা। এ সময় ডি বক্সের মধ্যে বার্সার ইনিগো মার্টিনেজকে ফাউল করেন ভায়োকানোর পাথে সিস। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআর চেকেও টিকে যায় সেটি। পেনাল্টি থেকে লেভানডোফস্কি গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। যদিও বার্সা আরও ১৩টি দারুণ আক্রমণ শানিয়েছিল। তার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেটে। ভায়োকানো ৯টি আক্রমণ শানিয়ে গোলমুখে শট নিয়েছিল ৪টি। কর্নারও পেয়েছিল ৫টি। কিন্তু তার কোনোটি থেকেই কাঙ্খিত গোলটি পায়নি তারা। তাতে হারও এড়াতে পারেনি।