ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধের শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ পিএম
ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধের শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে বহিষ্কৃত অধ্যাক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কলেজে যোগদান করতে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, অধ্যক্ষ মো. হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ মোঃ গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘদিন অর্ন্তদ্বন্দ্ব চলে আসছে। ইতোমধ্যে অধ্যক্ষ হাসান আলী সরকারকে তৎকালীন গভর্ণিং বডি নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রথমে বাধ্যতা মূলক ছুটি এবং পরে সাময়িক বহিস্কার করে। পরে হাসান আলী সরকার হাইকোর্টের স্মরণাপন্ন হলে হাইকোট তাকে কলেজে যোগদানের আদেশ দেন। হাইকোটের আদেশের প্রেক্ষিতে বুধবার সকালে কলেজে যোগদান করতে গেলে শিক্ষকরা বাধা দেয়। তর্কবির্তকের এক পর্যায়ে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। পরে প্রশাসন গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান, আমি এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উভয়পক্ষের সাথে কথা বলেছি। যথা সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি কমিটির মিটিংয়ে সমাধান করতে বলেছি। অধ্যক্ষ হাসান আলী সরকারকে তার ফোনে পাওয়া যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে