ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের প্রশিক্ষণ

এফএনএস (এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের প্রশিক্ষণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলজিইডি'র 'প্রভাতী' প্রকল্পের আওতায় এলসিএস দলের সামাজিক সচেতনতা ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।  বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় শাহীহাট এলসিএস দলের মোট ৭৫ জন সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বৃহস্পতিবার কর্মশালার সমাপনী দিনে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ এর সভাপতিত্বে  প্রভাতী প্রকল্পের মার্কেট সুপার ভিশন ও লাভলি হুড অফিসার মো: মঞ্জুরুল ইসলাম প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে  এলসিএস মনিটরিং অফিসার রোস্তম আলী ও সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। কুড়িগ্রামের ৯ টি উপজেলায় এ প্রকল্পের অধীনে চুক্তিবদ্ধ নারী শ্রমিক দলের সদস্যরা (এলসিএস) গ্রামীণ সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, গ্রামীণ হাট বাজার উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ছাড়াও গ্রামীণ হাট বাজারে মহিলা মার্কেট নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে