মহেশপুরে ৭ টি বাড়ি আগুনে পুড়ে ছাই

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০১:৪৩ পিএম
মহেশপুরে ৭ টি বাড়ি আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে রাতে ভয়াবহ আগুনে পড়ে ৪টি পরিবারের ৭টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনের হাত থেকে গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।মঙ্গলবার বিকালে মহেশপুর পৌরসভা চত্বরে আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের সদস্যরা যাতে বসবাস করতে পারে তার জন্য ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন পৌর  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। প্রতিবেশিরা জানান, তারাবি নামাজের সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। যার কারণেই গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোনো কিছুই আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।নওদাগ্রামের বাড়ির মালিক শরিফ মিয়া, ইবাদত মন্ডল, মঙ্গল মন্ডল, মিয়া খাতুন ও আশিক মন্ডলের পুড়ে যাওয়া বাড়ি রাতেই দেখতে যান মহেশপুর পৌর  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। তিনি ক্সতিগ্রস্থ পরিবারকে সান্তনা পাশাপাশি তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা,মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাব রক্ষক আতিয়ার রহমান,৩ নম্বর ওয়ার্ডের যাচাইকারী মাসুদ রানা প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে