হবিগঞ্জের মাধবপুরে দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত। মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, থানার সেকেন্ড অফিসার এস আই সাহানুর সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক,ছাত্র সমন্বয়ক এসদাদুল হক মিলন, সাবেক সভাপতি শংকর পাল সুমন, ক্লাবের সহ সভাপতি আবুল খায়ের ,যুগ্ন সম্পাদক আলমগীর কবির ,,সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু ,আব্দুল হাফিজ ভুইয়া, যুবদল নেতা জনি পাঠান, সুহেল মাহমুদ প্রমুখ। সঞ্চালনা করেন প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান।