মানসিক রোগে ভুগছিলেন সেই নারী কনস্টেবল

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
মানসিক রোগে ভুগছিলেন সেই নারী কনস্টেবল

পটুয়াখালীতে মৃত নারী পুলিশ কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের পরিবার জানিয়েছে, বেশকিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তাদের মেয়ে। ঢাকায় মানসিক রোগের ডাক্তারও দেখানো হয় তাকে।


রোববার (১৯ জানুয়ারি) সকালে পটুয়াখালী পুলিশ লাইনস ব্যারাকের একটি কক্ষ থেকে তৃষ্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়।


সরেজমিন জানা গেছে, উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের দিনমজুর কৃষ্ণ বিশ্বাসের মেয়ে তৃষ্ণা বিশ্বাস। বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালে নারী পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন তিনি। ট্রেনিং শেষে পটুয়াখালী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। চাকরিতে যোগদানের কিছুদিন পর থেকেই মাঝে-মধ্যে মানসিক সমস্যায় ভুগতেন তিনি। তার পরিবার একাধিকবার তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। রোববার সকালে পটুয়াখালী পুলিশের ফোন পায় পরিবার। জানতে পারেন, পুলিশ ব্যারাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাদের সন্তান তৃষ্ণা। এতে বাকরুদ্ধ হয়ে যান মৃতের পরিবার ও স্বজনরা। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা পরিবারের সদস্যদের। স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। 


মানসিক সমস্যা নাকি অন্য কোনো কারণে তৃষ্ণার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।


মৃত পুলিশ সদস্যের মা বিনা বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে জানান, মেয়েকে এক মাস আগে ঢাকায় নিয়ে গিয়ে মানসিক রোগীর ডাক্তার দেখাই। তার মধ্যে একটা ভয় কাজ করত। আমি তার ছয় মাসের ছুটির জন্য অফিসে যাই; কিন্তু পুলিশ অফিসের স্যারেরা ছুটি দেয়নি। আমার মেয়ে কিভাবে মারা গেছে, কেন মারা গেছ- সত্যটা আমরা জানতে চাই। 


ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ডাসারের বাসিন্দা এক নারী পুলিশ কনস্টেবল মারা যাওয়ার ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলায়। মরদেহ সৎকারে পুলিশের সহযোগিতা দরকার হলে পুলিশ সহযোগিতা করবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে