মা বাবা ভাইয়ের পাশেই শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান আজাদ। সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মরহম ফজলুর রহমান পটলের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান আজাদ (৭২) বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি লালপুর উপজেলার গৌরীপুরের বাসিন্দা মরহুম আরশেদ আলী মোল্লা'র সেজ ছেলে ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ডা. ইয়াসির আরসাদ রাজন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন ও বিএনপি'র মিডিয়া সেলের সদস্য বিশিষ্ট আইনজীবী ফারজানা শারমিন পুতুলের চাচা। মৃত্যু কালে তিনি স্ত্রী' দুই কন্যা শশী ও জুথী, পুত্র তৌহিদ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।