যে কারণে মির্জা ফখরুল লন্ডন গেলেন

এফএনএস : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ১২:০১ পিএম : | আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৪ পিএম
যে কারণে মির্জা ফখরুল লন্ডন গেলেন

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজধানীল হয়রত শাহজালাল বিমান বন্দর ছাড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন তিনি। এছাড়াও তার স্ত্রীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লন্ডনে ডাক্তার দেখানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘ আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবো। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।’

দুই সাপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিব দেশে ফেরার কথা রয়েছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW