গাজিপুরে আওয়ামী ক্যাডারের হামলায় জুলাই অভুত্থ্যানের সহযোদ্ধা আবুল কাশেম নিহতের প্রতিবাদে ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর প্রেসক্লাব থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব রহমত আলী, জেলার আহবায়ক ইমরান আহমেদ, মহানগরের মুখ্য সংগঠক আলী হুসাইন সাইফ, মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় অবিলম্বে গাজিপুরে আওয়ামী ক্যাডারের হামলায় জুলাই অভুত্থ্যানের সহযোদ্ধা আবুল কাশেমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান বক্তারা। সেই সাথে সন্ত্রাসী সংগঠন ও জুলাই অভুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানান তারা।