রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন অভিনেতা নিজেই

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০২:৩৪ পিএম
রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন অভিনেতা নিজেই

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমের গুঞ্জন থেকে শুরু করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া—এই জুটির ব্যক্তিগত জীবন প্রায়ই শিরোনামে আসে। তাদের ঘরে রয়েছে এক কন্যাসন্তানও। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানালেন, আলিয়ার আগেও ‘বিয়ে’ হয়েছিল তার! এই খবর প্রকাশের পর থেকেই বলিউড পাড়ায় চলছে নতুন আলোচনা।

সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরকে তার জীবনের সবচেয়ে অদ্ভুত ভক্ত-সংক্রান্ত অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে অভিনেতা বলেন, ‘আমি এটাকে পাগলামি বলতে চাই না, কারণ এটা নেতিবাচক শোনাতে পারে। তবে ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য।’

তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একদিন তার বাড়ির দারোয়ান তাকে জানান, এক মেয়ে পুরোহিত সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছে। উদ্দেশ্য ছিল রণবীরকে বিয়ে করা! তবে সে সময় অভিনেতা শহরের বাইরে থাকায় মেয়েটি তার সঙ্গে দেখা করতে পারেনি। কিন্তু হাল না ছেড়ে, বাড়ির গেটকেই বর হিসেবে গ্রহণ করে সেখানে টিকা দিয়ে ফুল ছড়িয়ে ‘বিয়ে’ সম্পন্ন করে সে।

এই ঘটনা প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমি মনে করি, এটা ভালোবাসা ছাড়া কিছু নয়। আজও আমি আমার সেই ‘প্রথম স্ত্রীর’ সঙ্গে দেখা করিনি, তবে কখনও সুযোগ পেলে অবশ্যই দেখা করতে চাই।’

রণবীরের এই অভিজ্ঞতা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চর্চা চলছে। অনেকেই এটি মজার ঘটনা হিসেবে দেখলেও, অনেকে মনে করছেন, তারকাদের প্রতি ভক্তদের আবেগ কখনও কখনও চরম পর্যায়ে পৌঁছে যায়।

রণবীর কাপুর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। কয়েক বছর প্রেমের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, রণবীর তার ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালীর ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে। বর্তমানে তিনি বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় কাজ করছেন।

রণবীরের ‘প্রথম স্ত্রীর’ কাহিনি নিছকই এক ভক্তের উন্মাদনা নাকি প্রকৃত প্রেমের বহিঃপ্রকাশ—এ নিয়ে আলোচনা চলছেই। তবে অভিনেতা বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন, সেটাই ভক্তদের জন্য স্বস্তির খবর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW