রাজারহাটে চাকিরপশার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:০৪ পিএম
রাজারহাটে চাকিরপশার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুুয়ারি) দুপুরে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, আব্দুস সালাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি গত আওয়ামীলীগের আমলে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। সোমবার(২০জানুয়ারী) দুপুরে রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপর দ্রুত তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে গত রোববার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে