রাজারহাটে ফিলিস্তিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০২:১২ পিএম
রাজারহাটে ফিলিস্তিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দখলদার বিশ্বসন্ত্রাসী, ইহুদীবাদী ইজরাইল কর্তৃক ফিলিস্তিনী মুসলিমদের উপর জুলুম নির্যাতন ও জঘন্যতম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২মার্চ) সকাল ১১টায় কওমি ওলামা পরিষদ ও তাওহিদী জনতা রাজারহাটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা কফিল উদ্দিন, হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী, রাজারহাট শাখার সভাপতি মুফতী আজম আলী ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুল্লাহ্, কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী,  ইসলামী আন্দোলনের সভাপতি আঃ করিম ব্যাপারী, রাজারহাট থানা মসজিদের খতীব মাওলানা শোয়াইবুর রহমান ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম প্রমূখ। বক্তারা ফিলিস্তিনী মুসলিমদের উপর জুলুম নির্যাতন ও জঘন্যতম হামলার  তীব্র নিন্দা জানান। সেই সাথে সকল মুলিম ওম্মাদের একত্রিত হয়ে ইজরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়েছেন। শেষে  বিক্ষুব্ধ মুসলমানগণ ইজরাইলের পতাকা পুড়িয়ে দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে