রাজিবপুর সীমান্তে মদ উদ্ধার

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রাজিবপুর সীমান্তে মদ উদ্ধার

কুড়িগ্রামের রাজিব পুর  উপজেলার নিকটবর্তী শঁৎরমৎধস র্রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রাম থেকে ১৫  বোতল ভারতীয়  অফিসার চয়েস মদ উদ্ধার করেছে বিজিবি।

 চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে। এ বিষয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

অভিযান পরিচালনাকারী রাজিবপুর বিওপিতে কর্মরত নায়েক মোঃ ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহলের সময় পাশ্ববর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রামের সীমান্তবর্তী এলাকায় পৌঁছলে এক ব্যাক্তি তার সাথে থাকা ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৫ বোতল মদ উদ্ধার করা হয়।ঘন কুয়াশা থাকায় দ্রুত দৃষ্টি সীমার বাহিরে চলে যায় সেই মাদক পাচারকারী।

উদ্ধারকৃত মদের বিষয়টি নিয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে