রাজিব পুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬ পিএম
রাজিব পুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ও ঝজঝচ এর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এর সঞ্চালনায় ঝযড়পশ জবংঢ়ড়হংরাব ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ (ঝজঝচ)চৎড়লবপঃ এর উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি'র সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।

 চর রাজিবপুর উপজেলা বিভিন্ন নদনদীর মাঝে অবস্থিত হওয়ায় বন্যার প্রভাবে মানুষের দূর্ভোগ অনেক বেশি। বন্যা কবলিত এলাকা হিসেবে ঝজঝচ এ এলাকার মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকেন।বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, সদর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তার, ভেটেরিনারির উপ সহকারি কর্মকর্তা রেজাউল করিম লিটন,ঝজঝচ এর রাজিবপুর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম ,ঝজঝচ এর ফিল্ড ফ্যাসিলিটের খাদিজা পারভীন, সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম,রাজিবপুর 

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যবৃন্দ প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে