রোজার আগেই বাড়ছে ছোলার দাম

এফএনএস অর্থনীতি : : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৩ এএম : | আপডেট: ৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০৩ পিএম
রোজার আগেই বাড়ছে ছোলার দাম

রোজা এখনও তিন মাস দূরে থাকলেও ইফতারির সবচেয়ে মুখরোচক এ খাদ্যপণ্যের দাম উদ্বেগ বাড়াচ্ছে ভোক্তাদের। খোদ সরকারি সংস্থা টিসিবিই বলছে, গত এক বছরে  ছোলার দর বেড়েছে প্রায় ৪৯ শতাংশ। এ পরিস্থিতিতে আমদানি বাড়ানো, সরবরাহ ব্যবস্থা ও বাজার তদারকি এবং টিসিবির মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন যে ছোলা বিক্রি হচ্ছে, তা গত বছর আমদানি করা। সেই সময় ডলারের দর ও বিশ্ববাজারে ছোলার দাম বেশি ছিল। রমজান উপলক্ষে নতুন করে ছোলা আমদানি শুরু হয়েছে। সহজে এলসি খুলতে পারলে আগামী জানুয়ারিতে আমদানি অনেক বেড়ে যাবে। ফলে দাম বাড়ার শঙ্কা নেই, বরং সরবরাহ স্বাভাবিক থাকলে কমতে পারে। গত শনিবার ঢাকার কারওয়ান বাজার, চকবাজার, মহাখালীসহ কয়েকটি পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১১৭ টাকায়; যা খুচরায় বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। গত বছরের এই সময় খুচরা পর্যায়ে ছোলার কেজি ছিল ৯০ থেকে ৯৫ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বেড়েছে ৩৫ টাকা। টিসিবির বাজারদরের সর্বশেষ তথ্য বলছে, গত এক মাসে প্রায় ৪ শতাংশ দর কমেছে। তবে এক বছরের ব্যবধানে এখনও প্রায় ৪৯ শতাংশ দর বেশি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে ছোলার চাহিদা বছরে ১ লাখ ৫০ হাজার টন। রমজানে চাহিদা থাকে এক লাখ টন। তবে আমদানিকারকরা এ তথ্য মানতে রাজি নন। তাদের মতে, দেশে প্রতিবছর ছোলার চাহিদা দুই লাখ টনের মতো। শুধু রমজানেই দরকার হয় এক লাখ থেকে ১ লাখ ২০ হাজার টন। দেশে বছরে মাত্র পাঁচ-সাত হাজার টন উৎপাদন হয়। ফলে চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয়। ব্যবসায়ীরা জানান, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি ছোলা আমদানি হয়। পাশাপাশি ভারত, কানাডা, পাকিস্তান, ইথিওপিয়া, রাশিয়া, ইউক্রেন, তানজানিয়া, মিয়ানমার থেকেও আমদানি হয়। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া, কানাডা ও ভারত থেকেই বেশি আমদানি হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানা গেছে, গত জুলাই-অক্টোবরে ছোলা আমদানি হয়েছে ২ হাজার ৬৮২ টন। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ১১ হাজার ৩৬৬ টন। এ সময় আমদানি কম হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না ব্যবসায়ীরা। তাদের মতে, জানুয়ারিতে পুরোদমে রোজার জন্য ছোলা আমদানি হবে। ফলে সংকট হবে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW